আয় ফিরে আয় বাধন ছিরে
আয়রে ছুটে হাজার ভিড়ে
আমার দু হাত ধরে আজি
চলরে চল তুই নতুন নীড়ে।
যেথায় আছে স্বপ্ন বোনা
রাতে চাঁদের আলোর কনা,
ঢেউ জাগা ঐ দীঘির বুকে
পদ্ম পাতায় শিশির কনা।
সেথায় চল যাই দুজনে
আপন মনে ভালবেসে,
ভালবাসার ঘর সাজাবো
সুখে দুঃখে থাকবে পাশে।
তুমি এসে বসলে কাছে
রাখলে যে হাত আমার হাতে,
চললে তুমি আমার সাথে
বাধ ভাঙ্গা এক জ্যোৎস্না রাতে।
এথায় সেথায় কত পথে
চলছি যেন সোনার রথে,
সবাইকে আজ হারিয়ে দিয়ে
জ্যোৎস্না স্নানে উঠলে মেতে ।
বললে তুমি ফিরবো না আর
আমি আমার আপন নীড়ে
হারাতে চাই গহীন ভাবে
তোমার ভালবাসার ভিড়ে ।
হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে
হারালে যে অন্ধকারে
হাত বাড়িয়ে আছি আমি
আসবে জানি তুমি ফিরে ।