খা ছিড়ে খা শকুনের দল
একাকী পথের পরে,
নারী বলে আজ হিংস্রতা তোর
বন্দী রাখিতে ঘরে।
বল হে পুরুষ বিবেক
জন্মটা কোথা হতে,
তোমার কি রুপ দেখাও কেন
আজিকার পথে পথে ।
কি আর নিবি ছিড়ে
তোমার বিবেক হারিয়ে গেছে
দস্যু দানবের ভীরে ।
তুমি যে আজ পুরুষ হয়েছ
পিছনে রয়েছে নারী,
ধরণীর বুকে মানুষ করিতে
অবদান কত তারই ।
সমাজ তোমার ধর্ম তোমার
সব গিয়েছ ভুলে,
অন্যায়েরই মালা তুমি
নিয়েছ গলে তুলে ।
তোমাতে ছড়াতে সুবাস
নারী হয়েছে ফুল,
তোমারে বাসিতে ভালো
ছেড়েছে নিজের কুল ।
তোমাকে করিতে বাবা
নির্ঘুম কত রাত,
নিজের জীবন বাজী রেখে
মিটালো তোমার স্বাদ ।
তোমাতে আমাতে আজ যা ভালো
সে তো নারীর দান,
তার ভালোবাসা পেয়ে পেয়ে আজ
তাজা হল নর প্রাণ।
তুমি কেমন পুরুষ বলও
কি আছে তোমার মাঝে,
নারীর দেহ দেখলেই যদি
পুরুষ দানব সাজে।
শোনো হে দস্যু শোনো
ভেবেছ তোমার জয়,
নারীর কাছে পরাজিত হবে
সেদিন দূরে নয়।
সে দিন তুমি মানুষ হতে
করবে কড় জোর,
আসবে কি আর আলোয় ভরা
তোর জীবনে ভোর ।
পুরুষ হয়ে বাঁচার আগে
মানুষ হতে হবে,
নারী পুরুষ সবাই সমান
দেখো একই চোখে ।