আজ বিদ্রোহ করেছে আকাশ
তাই কালো মেঘে আছে ছেয়ে,  
ভাবছি একাকি তোমাকে শুধু
আকাশের পানে চেয়ে ।
দিয়েছি চিঠি তোমার কাছে
কেতকী পাতায় ছাড়ি,
কখনো আবার আপন মনে
ঝরছে অঝরও বারী ।
পুবলা হাওয়ায় কেমন করে  
মেঘ ছুটে বাড়ে বাড়ে,
কেউ বা আবার ডেকে ডেকে
যাচ্ছে চলে অনেক দূরে ।
বৃষ্টি ভেজা এমন ক্ষণে
কে যেনও গো ডেকে বলে
আষাঢ় এলো আষাঢ় এলো
মেঘের ডানায় জল লুকিয়ে ।
এমন করে সন্ধ্যা হলও
বলাকারা ডানা মেলে,
কালো সাদা মেঘের আড়ে
যাচ্ছে যেনও হেথায় মিলে।