ভোরের আযান হাকিল মোল্লা
দুর কোন মসজিদে
আর কি হবে ওগো বন্ধু
একা কেঁদে কেঁদে ।
রাত্রি পোহায়ে ভোরের সূর্য
উঠে গেছে দেখ ঐ
চারি দিকে হাজারো মানুষের
পরে গেল হৈচৈ।
যারে আমি খুজে বেড়াই
দিন রাত ভরে
সে কি কখনো দিয়েছে ঠাই
কোন দিন ও তার তরে।
কে তুমি ভাই আল্লাহকে আজ
খুজেছ নিরব পথে
চেয়ে দেখ তুমি সে রয়েছে
তোমারই সাথে সাথে।
আপনার চোখ বন্ধ করিয়া
দেখ হৃদয়ের চোখে
সেই বিধাতা দিন রাত ভর
জাগিছে তোমার বুকে।
তব ধন্যতুমি আপন মনে
খুজেছ তাহারে ভাই
চেয়ে দেখো এই হেসে খেলে যাই
তাহারে ত খুজিনাই।
মরিয়া ও তুমি অমর হইবে
এ পৃথিবীর মাঝে
সবই করিবে স্বরণ তোমায়
তোমারি সত্য কাজে।
তুমি নির্ভিক তোমারি হৃদয়ে
সত্যকে দিলে ঠাই
তোমারি কাছে সবাই সমান
কোন ভেদাভেদ নাই।