আমি ক্লান্তির ছাপ
রাখিনি মনে
অবিরাম পথ হাঁটছি
ভালবাসা কে পাব বলে ।
আমি আধারের মাঝে
আজও হাঁটি
আলোর দেখা পাবো বলে ।
যে আলো দিয়ে সাজাবো জীবন
ভরে দেব পৃথিবীর চারিদিক
আলোকিত করে ,
সেই আলোর পথ ধরে হাঁটবে  
হাজারো প্রেমিক ।
আজও আমি আকাশ পানে
চেয়ে থাকি
কালোমেঘ সরে গেলে
নীল দেখবো বলে ।
আর আকাশ থেকে
এতটুকু নীল ধার করে এনে
সাজাবো তোমায়,
যেন সেই রুপে সাজে
পৃথিবীর সব নারী ।
যেন তার প্রিয় চেয়ে থাকে
সারাক্ষণ তার পানে ।
আজও আমি মেঠো পথে হাটি
পাখিদের গান শুনবো বলে ।
যেথা তুমি আমি
হেঁটেছি হাজার বছর,
আর শুনেছি পাখিদের কলতান ।
ওরা যেন আসে এই পথে
জেনে নেয় ভালবাসা কি ?