তোমার পথে নাই বা হাটি
নাইবা করি গান,
নাইবা ভাঙ্গুক তোমার মনের
সকল অভিমান ।
নাইবা গেলাম তোমার কাছে
নাইবা পেলাম ভালবাসা,
নাইবা ফুটুক নতুন গোলাপ
যায় ভেঙ্গে যাক মনের আশা ।
আজি এমন চাঁদনী রাতে
বাঁধ ভাঙ্গা এই জোসনাতে,
নাই বা পেলাম তোমার ছোঁয়া
আমার মনের কামনাতে ।
নাই ছড়ালে তোমার আলো
আমার মনের মাঝে বসে,
নাই দেখিলে নতুন স্বপ্ন
আমায় তুমি ভালোবেসে ।
নাই বাড়ালে তোমার হাত
আমায় তুমি ছোবে বলে,
মন থেকে সব মুছে দিয়ে
যাবে তুমি সবই ভুলে ।
তুমি দূরে আমিও দূরে
দুটি পথে দুজন হাটি,
নাই বিছালে আমার লাগি
তোমার মনের ছোট্ট পাটি ।
নাই বাসিলে ভালো মোরে
ঠেলে দিলে হৃদয় হতে,
আজ চলেছি অজানাতে
অচেনা এক নতুন পথে ।
তুমি কোথা আমি কোথা
হারিয়ে গেলাম অজানাতে,
আজও আমি তোমায় দেখি
চাঁদের আলোয় প্রতি রাতে ।
হঠাৎ করে ঘুরে ঘুরে
এলাম আমি আবার ফিরে,
তোমার আমার স্মৃতি যেথা
স্বাক্ষী হয়ে আছে পরে ।
এত অভিমান ভাঙ্গনিত তুমি
চাওনিত মোরে আর,
ভালবাসা কভু রাখনি বুকেতে
মেনেছিলে তুমি হার ।
তোমার প্রেমের প্রতিদান দিতে
আজও হাটি পথে পথে,
জানি ওগো সখি, নাহি হবে দেখা
কখনো তোমার সাথে ।
যত স্মৃতি আছে মোর বুকে তোমা
পরশ বুলাই তাহে,
তোমারে দেখিতে কাছেতে টানিতে
আজও মোর মন চাহে ।
মোর মনে আজও কোন অভিমান
নাহিগো তোমার তোরে,
তোমার সকল স্মৃতি জমা
আমার হৃদয় ঘরে ।
কোন দিন যদি শোন সখি তুমি
আমি নাই পৃথিবীতে ,
সেই দিন তুমি ফুল দিতে এসো
আমার সমাধিতে ।
ভুল করে কভু অশ্রু ফেলনা
আচলে লুকায়ে মুখ,
কোন দিন তুমি ব্যাথায় ভেঙ্গনা
তোমার আপন বুক ।
রেখে যেও তুমি নিজ হাতে ফুল
আমার সমাধি পরে,
অভিমান ভেঙ্গে যেও গো সখি
তোমার আপন ঘরে ।