বন্ধু তুমি আমার গাঁয়ে এলে
বসতে দিব পিঁড়ি
দক্ষিণা হাওয়া বইবে তখন
বইবে ঝিরি ঝিরি ।
বন্ধু তুমি রাত্রি বেলা
আমার গাঁয়ে এলে
পথ দেখাতে জোনাকিরা
রাখবে আলো জ্বেলে ।
বন্ধু তুমি আমার গাঁয়ে এলে
তুলতে যাবে শাপলা ফুল
আমার গাঁয়ের ঝিলে ।
বন্ধু তুমি আমার গাঁয়ে এলে
যাবে নদীর ঘাটে ,
দেখবে তুমি নৌকা সারি
যাচ্ছে দুরের হাটে ।
সন্ধ্যাবেলা চাঁদের আলোয়
যাবে যখন ভরে,
তখন আবার নৌকা মাঝি
ফিরবে আপন ঘরে ।
( সংক্ষিপ্ত )