দূরে ছিলাম সেইত ভালো
ছিলনাত আশা,
দেখা হয়ে জন্মালো যে
বুকে ভালোবাসা ।
নীড় হারা এই পথিক আমি
যাব অনেক দূরে,
কোন মায়াতে বাধলে তুমি
রাখলে হৃদয় ঘরে ।
গেয়েছি গান বিকেল বেলা
পড়িয়ে দিলে বকুল মালা ।
বসলে এসে পাশে তুমি
বললে ভালবাসি,
তখন যে আর কেউ ছিলনা
দুজন পাশা পাশি ।
অনেক কথা অনেক যে গান
হারিয়ে গেলা সেথা,
আজ যে তুমি বেধে দিলে
এ বুকে কোন ব্যাথা ।
হঠাৎ করে এক বিকেলে
বললেনা আর কথা,
সেদিন বুজি হারিয়ে ছিল
ও মন অন্য কোথা ।
বলে ছিলাম তোমার ও মন
নেই কি আজ ভালো,
ওমনি করে তোমার চোখে
দু ফোঁটা জল এলো ।
ভাবিনিত এমন করে
হয়ে গেছ পর,
বাধবে তুমি দূরে গিয়ে
নতুন কারো ঘর ,
শুনে আমি অবাক হয়ে
থেমে গেলেম সেথা,
নিরবে যে বুকের মাঝে
পেলাম শুধু ব্যাথা ।
নীরব ক্ষণে একা বসে
ভাবছি আজও তোমায়,
কেমন করে পারলে দিতে
সব ব্যাথা এ আমায় ।
নেই তো বুঝি তোমার মনে
ভাগ্য হারা আমি,
সুখেই থাক ভাগ্য রানী
সারা জীবন তুমি ।