চারিদিকে ধূ ধূ বালুচর
কথাও কেউ নেই
শুধু লাশ আর লাশ ।
আমার ভাইয়ের – আমার বোনের
আমার বাবার – আমার মায়ের
আমার গ্রামবাসী আর আমার
দেশবাসীর লাশ ।
অদুরে দাড়িয়ে পোষা কুকুরের আর্তনাদ
ছলিম চাচার বাড়ীতে গিয়ে দেখলাম,
সব ঘর গুলো খালি- কোথাও কেউ নেই
নেই আমার ভালবাসা
ছলিম চাচার মেয়ে ময়নাও ।
কেউ হয়তো লাশ হয়ে পরে আছে কোথাও
কেউ বা পালিয়ে গেছে,
আমি জীবিত একা এই গ্রামে
বাকি সব লাশ আর লাশ ।
আমার চোখ বেয়ে আজ জল ঝড়েনা  
উড়ে আগুনের ফুলকি,
আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন
ধাউ ধাউ করে জ্বলছে ।
আমি আর ফিরে যেতে দেবনা
ঐ ভিন দেশীদের ,  
মেরে মেরে ওদের লাশ
শিয়াল কে, কুকুর কে খাওয়াবো ।
যারা আমার গ্রামবাসীদের
লাশ করে রেছে গেছে,
যারা পড়তে দেয় নি
লাল মেহেদী লাল চুড়ি ময়নার হাতে,
আমি ওদের ঠিক বুকের মাঝখানটায়
গুলি করে মারবো ।
যারা বাঁচতে দেয়নি আমার ছোট্ট বোনটাকে
যারা বাঁচতে দেয়নি আমার বাবা ও মাকে,
আমি ও দের ক্ষমা করবো না ।
একটি স্বাধীনতার জন্য দেখতে হল
আমার দু চোখ ভরে
এ দেশের ত্রিশ লক্ষ শহীদের
লাশ আর লাশ ।