জাগো মুসাফির, চেয়ে দেখ ঐ
ছুটে আসে নব ভোর,
তোমার লাগি কেন বাড়ে বার
কেঁদে ওঠে মন মোর ।
জাগো মুসাফির , ধরো অস্র
লিখে যাও বাড়ে বার ,
যা দিয়ে আজো বাঙলী জাতি
করিবে তরনী পাড় ।
চারি দিকে ঐ আলোর পথ
আঁধারে ফেলেছে ঘিরে ,
আলোয় ভরা রবি নিয়ে  
তুমি এসো আজ ফিরে ।
জাগো মুসাফির , জাগো হে কবি
জাগাও বিবেক আজি ,
কেইবা ধরিবে তোমার মত
লেখাতে জীবন বাজি ।
কেইবা গাইবে সাম্যের গান
ব্যবধান ভুলে গিয়ে,
সব সুখ তুমি বিলিয়ে দিয়েছ
নিরবে ব্যাথা সয়ে ।
ওঠো মুসাফির, গলা ছেড়ে গাও
বিজয়ের জয় গান,
আবার জেগে উঠুক সকল
তরুনের তাজা প্রাণ ।


( উৎসর্গ কবি কাজী নজরুল ইসলাম কে , কবির প্রতি শ্রদ্ধা রইল )