আমি শ্রাবণ বলে
ভিজলে তুমি নতুন ছলে ,
আমি নদী বলে
নাও ভাসালে আমার জলে ।
আমি শিশির হয়ে
পরেছি ঝড়ে ঘাসের বুকে,
সবুজ ঘাসে আমায় পেয়ে
ভিজালে পা আপন সুখে ।
আমি স্বপ্ন বলে
রাখলে তুমি তোমার চোখে ,
রং তুলির ঐ আঁচড় দিয়ে
আকলে তুমি তোমার বুকে ।
আমি একলা বলে
হাত বাড়ালে বন্ধু হতে,
অনেক কথা বলবে বলে
আসলে তুমি চাঁদের রাতে ।
জোঁসনা মাঝে হাতটি ধরে
চললে তুমি অজানাতে ,
তখন আমি আধার বলে
এলে তুমি আলো দিতে ।
আমি তোমার বলে
গোপনে যে বাসলে ভালো
রাখলে বেধে হৃদয়টাতে ।