আজ রাতে আকাশ দেখ
সেখানে ও আমি আছি,
এমন রাতে জোছনা ধরো
তাহার মাঝে লুকিয়ে আছি ।
আমায় নিয়ে ভাবলে তুমি
স্বপ্ন মাঝে আসবো আমি,
জানবে তাঁরা জানবে যে চাঁদ
হাজার বছর আমার তুমি ।
ওগো আমার পরন পাখী
কি নামে যে তোরে ডাকি,
তোর আশাতে সারা বেলা
পথ পানে চেয়ে থাকি ।
আয় না ছুটে এমন রাতে
ঘুম নাহি থাক আঁখিপাতে ,
তোকে নিয়ে গল্প করে
হারিয়ে যাব অজানাতে ।