তরিকুল ইসলাম রিয়াজ


আজ বড় জানতে ইচ্ছে হয়
ভালবাসা কি ?
সে কি হৃদয়ে হৃদয়ে টান
যা কাছেতে টানে , নয় ব্যবধান  ।
না কি বাধাহীন নর নারীর
দেহের ভিন্ন কামনা ।
আজ বড় জানতে ইচ্ছে হয়
ভালবাসা কি ?
প্রিয়ার অভিমানে এই বুকে বিষণ্ণতা
না কি সারাটা বেলা তাকে নিয়ে
ভেবে যাওয়া ।
না কি খোলা জানালায় বসে
মেঘলা আকাশ পানে চেয়ে থেকে
তাকে নিয়ে বুনলতার স্বপ্ন বোনা ।
আজ বড় জানতে ইচ্ছে হয়
ভালবাসা কি ?
রোদে পুড়ে পথে দাঁড়িয়ে থেকে
ফুল দিয়ে চলে যাওয়া ,
না কি তাকে ভেবে ভেবে পথ চেয়ে
সারাটা বেলা কাটানো ।
আজ বড় কষ্ট হয়
ভালবাসা কে চিনতে ?
সে কখনো মেঘলা আকাশ
কখনো নীল রঙ্গে ছেয়ে যায় ।
আবার কখনো ঝড়ো বেগে ভেঙ্গে দেয়
স্বপ্নে বোনা মনের ঘর ।
কখনো সে উলঙ্গ চিত্তে
অভিশপ্ত হয়ে আসে ,
যখন তীব্র কামনায় ভেঙে যায়
সব ধর্মের শাসন ,
বিবেকের হয় অবসান
তখন শুধু মাত্র নির্লজ্জ ভালবাসা ।
তাই বড় জানতে ইচ্ছে হয়
ভালবাসা কি ?
আজ ভালবাসায় নেই
আত্মার টান
নেই সন্মান , নেই হৃদয় পোড়ানো
আগুন ।
আজ ভালবাসায় শুধু স্বার্থের গান
নেই তাতে কোন প্রাণ ।
আজ ভালবাসা নেই
আছে স্বার্থ আছে ব্যাথা,
আছে অজানা জমানো ঘৃনা ,
আজ আছে পৃথিবীর বুকে
ভালবাসা নামের
নির্লজ্জ সমাজ ।
তবুও জানতে ইচ্ছে হয়
ভালবাসা কি ?