চোখের কোনে দু ফোঁটা জল,
কেন নীরবে কাঁদছ তুমি
প্রিয়তমা।
তোমাকে আমাকে এমনকি
পৃথিবীর সব প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে।
প্রিয়তমা, হয়তো বেলকনিতে বসে
জ্যোৎস্না রাতে নেয়া হবে না
কাঁঠালি চাঁপার গন্ধ,
হয়তো তোমার চুলে গুঁজে দেয়া হবে না  
তাঁরা ফুলের এক গোছা ফুল।
প্রিয়তমা, ভালোবাসা দিয়ে সাজানো হবে না
তোমার আমার আগামীর বাসর,
কি এক নিষ্ঠুর করোনা ভাইরাস এসেছে পৃথিবীতে?
কত প্রেমের মৃত্যু হচ্ছে তার ছোঁয়াতে,
কত প্রেম গুনছে মৃত্যুর প্রহর।
তুমি আমি আমরা সবাই
পার করছি এক কঠিন সময়।
জেনে রেখো প্রিয়তমা,
তোমার আমার এই অসমাপ্ত প্রেমের দীর্ঘশ্বাস
ধ্বংস করে দিবে পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে।