কোন একদিন হয়তো কবিতারা কাঁদবে
নির্জন কোন অংক খাতায়,
না হয় বন্ধুর কাছে লেখা ডায়েরিতে।
এমনো হতে পারে নিজের ডায়েরি ভরা কবিতা
পাড়ার জন্য কোন মানুষ নেই।
কখনো কালো কালিতে, কখনো নীল
আবার কখনো বেগুনী কালির আচরে
কখনো সবুজের ছোঁয়ায় হেসেছে কবিতার পাতা।
কে পড়বে এই কবিতা?
কোথায় কবিতার পাঠক?
খুঁজে খুঁজে হয়রান কবি! নাহ্ আর পারছিনা!
পাঠক হারায় কবি, কবি হারায় পাঠক
এমন করে কবিতার খাতায় ধুলে পরে রয়।
কবি কোন এক বিকেল বেলা
খাতার ধুলো সরিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে
হাসবে আর বলবে কবি মরেনি কবিতা মরেনি
শুধু সরু হয়েছে পাঠকের হৃদয়।