হঠাৎ করে হলো লেখা
ধরে এনে চোর বানালো,
সাধুরা সব অট্টহাসে
সুখের জোয়ার বান ভাসালো।
সুখের আকাশ কালো মেঘে
ঢেকে গেলো কিছু পরে,
ভাঙ্গল বুঝি বজ্রাঘাতে
লাগলো ব্যথা হৃদয় ঘরে।
শোন হারামি শেয়াল কোথার
কুকুর সেজে দিচ্ছ যে ডাক
আসবে আধাঁর তোদের ঘরে
থাকবে না আর এমন সে হাক।
নষ্ট তোদের হৃদয় জানি
নষ্ট তোদের দুচোখ ভরা,
ষোল আনাই ফাঁকি তোদের
রুপ বেরুলে হবি ন্যাড়া।
হা রে রে যাচ্ছ কে হে
একটু ফিরে তাকাও এথা
তুমি তো সেই মাতাল ছেলে
মুখোশ পরে যাচ্ছ কোথা।
নিজের যে পাপ গিয়ে ভুলে
অন্য নিয়ে ব্যস্ত যেথা
তোমার কি নাম, আছে কি দাম
রেখ মনে সে সব কথা।