প্রিয়তমা, এসো এই বসন্তে
প্রেমের বৃষ্টি নামাই।
প্রিয় কিছু মেঘ দিয়ে
ঢেকে দেই,
তোমার আমার ভালোবাসার
ঐ নীল আকাশ।
পাথরের পথ বয়ে গেছে
অরণ্য হয়ে সাগরের তীরে।
সূর্য যেথা প্রতিদিন হেসে যায়
প্রথম সকালে,
যেথা তুমি আমি ঝিনুক কুড়বো
হাতে হাত রেখে।
বেলা বয়ে যায়
বলে বয়ে যাবে,
তুমি আমি একই থেকে যাব।
প্রথম যেদিন তোমায় দেখে
উষ্ণতায় ভরে ছিল মন ,
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে
চেয়ে নিয়েছিলাম তোমায়।
এসো প্রিয়তমা, তুমি আর আমি মিলে বৃষ্টি নামাই।