লাখো প্রাণের জলাঞ্জলির স্বদেশ-রাজত্বে কোন্ কোটাল
অতি সাধনার ফল চিবে খুন পিপাসু মাতে সুখ নাশে গোয়াল?


হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিরেট উন্মাদ ছিলো সবে জাতপাত ভুলে মৈত্রী বাঁচাতে দেশ
স্বাধীন দেশে ফের জাগ্রত অকর্মন্য-বিহিষ্ক্রান্ত একনায়তন্ত্রে দেশ শোষণে আজ বাজখাঁই বেশ।


স্বাধীন দেশে আমজনতা আছে ভীষণ বেকায়দায়
স্বৈরাচারীর দুঃশাসনে-কৃষক জেলে শ্রমিকরা নিরূপায়?


দেশের প্রধান রাজস্ব খাঁত কলকারখানা ধ্বংস প্রায়
দেশ প্রধানের চেলাপেলা অপকর্মে আপনা খোশে বেড়ায়।


তোর দলীয় অপরাধে মুক্ত-নির্দোষীরা বন্দি শেলে।
আজ দুর্বলের রক্ত চোষো—অরাজ্য কি পেলে!


স্বৈরশাসকের জিঞ্জিরে বন্দি-মোদের স্বপ্নের স্বাধীনতা
মৃত্যু যে তার খুব নিকটে করলে কেউ স্বৈরাচারীর বিরোধিতা?


হাসি মুখে দেশের শোকে যারা মরন সাগরে দিলি ডুব
হে বাহাদুর শত্রু আবার হানছে থাবা রইবি কি এখনো চুপ।


পরাধীনের দুঃশাসনে নির্দোষীরা ঝুলে ফাঁদ পাতা ঐ দন্ডে
চক্ষু মেলো চেয়ে দেখো মহাকাল ঐ জাগ্রত আকন্ঠে।


স্রষ্টার বিধান বাদ রেখে দেশ চালানোর কে দিল হুকুম
ক্ষমতা নয় কারো চিরস্থায়ী বুঝেও কেনো করিস জুলুম।


কেমন পাষাণ হিরক রানী মানুষ খুনে কাঁদেনা তোর প্রাণ
মানুষ খুনে হে বোকার দল তোদের মুখে শুনি রম্য গান!


কোথাও তোদের মুসলমানের চিহ্ন নাই তবু খাঁটি ঈমানদার
কাজে বেশ ভুশনে ভারতীয়দের সাজ তবু মমিন দাবিদার!


আয়রে আমার বীরের জাতি জালিমের আজ পতন নির্গাধ
মনের যত ইচ্ছে আছে জোরজুলুমের ভাঙ্গি ঐ মরন ফাঁদ।


স্বাধীন দেশে কাল নাগিনি ত্রাস ছড়াতে উল্লাসে বেশ
জাগরে আবার বীর বাঙালি বজ্র হেকে নীরব থাকার দিন শেষ।


আজকে নামি শত্রুর আকাশ জুড়ে কালবৈশাখীর সাজ
পরাধীনের অবসান হোক জালিম শাহীর রাজত্ব রাজ।


কলম কবির ছুটে আপনা খোশে জালিম শাহীর মনে জাগাতে ভয়
শত্রুর বুকে ভয়ঙ্করে আকস্মিকে ধেয়ে আসা আমরা মহাপ্রলয়।


অসৎ আজি ভীষণ পাজি টপকাতে হবে ফের
গোলামের ঐ জিঞ্জির ভাঙি আঘাত হানি জয় কেতনের।