আজ সেই সে দিন তোমায় হারিয়ে ফেলে মন ভাঙ্গার দিন সেই উজ্জ্বল আকাশ আজ হয়েছে লজ্জায় গোমটা-মুখী


কাঁদে অঝরে সীমাহীন বিয়োজনে তুমি হয়েছে চির রঙ্গীন আমি হয়েছি কষ্টে মলিন,
তোমার বিহনে আজ সেই আমি এই আমি হয়ে আছি জনম দুখি!


এখনো খোজি হর্নে স্নৃতির বেড়ালে আমি সাত সাগর পারি দিয়েও আজ সৈকতেই কেন পরে আছি অশ্রু ভেজা দু নয়নে সেই!


শেষচপ্রহরের ক্ষন কেন গুনছি বেহায়া মনটা আজও সেই সে-আগের মত অপেক্ষায় রয়


এভাবে রয়ে রয়ে জীবন করেছি ক্ষয়! তটিনীর পাড় ভাঙ্গার মত আমারও পাজ্বর ভাঙ্গছ অবিরত।