আমি কবি সেই-সে জনম দুখি,
মেঘলা আকাশের করুন ছবি!
আমার পানে কেউ নাহি চাহি?
ঠুনকো বাতাসে নিবে গেছে জীবন বাতি।


দ্বিঘল রাতের শ্রান্ত সফর শেষে
পড়ে আছি আজও সেই নীল দরিয়ার মাঝে,
আমি কবি সেই-সে জনম দুখি,
চৈত্রি মাসে শুকিয়ে যাওয়া সেই নদী!
ফুল ঝরা,পাতা ঝরা উলঙ্গ ওই গোলাপ গাছটি।


পিপাষায় কাতর আখি চাহি;
কেউ আসেনি ঢ়ালিতে মূলে পানি?
শুনেছি সহস্র লোকের আহাজারি আমায় কেউ সেই ভিড়ে চিনেনি!আমি বহু পুরনো সেই নিউজেই চাপা পড়ে আছি।


আমি কবি সেই-সে জনম দুখি অজানা ভুলে আমায় রেখে গেছে ফেলি সবুজে ছায়া ঘেরা এ শরী কাঁদি নিশিদিন।


প্রসন্ন সদানান্দ রাখতে প্রিয়ার মন সরু কষ্ট বুকে রেখে চেপে:
ঐ মন মলিন হবে বলে গাইনি মন ভাঙ্গার গান,
আমারই মেনে নিয়েছি এ পরাজয় তারে করিতে জয়!হায় একি তার প্রতিদান!


আমি কবি সেই সে জনমদুখি অন্তর পুড়িয়ে বিস্মিত-স্মৃতি বিমুখী আমি বিপন্ন করেছ অস্তিত্ব মোর যদি ক্রমশ করও এ ক্ষয় ধ্বংশ হবে নিশ্চয়?


আমি কবি সেই-সে জনম দুঃখি-দুঃখই করি জয় জীবন করে ক্ষয় আমি কবি দুখি কবি দুঃখে এ জীবন যৌবন রাখি আমাকে কিসে দেখাও ভয় দুঃখেই খোজি আশ্রয়!