বহু পুরানো ঐ অতিত খিষ্ট্রাব্দ ৫৭০ এ পৃথ্বী      
ছিলো ঘোর আঁধারে ঢাকা হাজার বছর আগেকার আকাশে মেঘ ঘুচে নব আসমান উদিলো-


একটি পুর্নিমার চাঁদ আজো সে উদিত আছে এই বৃষ্টি  ধোয়া-আসমানে অস্ফুটে ব্যাথার কান্না!


ঈশ্বর এ ধরা ধামে পাঠালে একটি অমিয় ফুল নাম তাহার নূরে মোহাম্মদ রাসুল!
সে ফুলের শোভাসে মুগ্ধ মানব কুল।


যবে আসিলে এ ভবে নুরে মোহাম্মদ আনন্দে মাতলে আসমান জমিন,তারা,নক্ষত্র গ্রহ উপগ্রহ!


সকল হিংস্য প্রানী ও নিরীহ প্রানী ভুলে-আক্রোশ,ঘাত-প্রতিঘাত হলো নবীর প্রেমে উন্মাদ ঝাঁকে ঝাঁকে পাখিরা সবে গাহিলে রাসুল নামে গান-


মধুর সুরে মা আমিনার কোলে হাসে শিশু নুরে মোহাম্মদ!
আলোয় আলোয় পুর্ন হলো আধার নিশীথি          জগৎ
পাপিষ্ট্য উম্মত পেয়ে গেলো মুক্তির সনদ!


আল্লার শানে করিলেন চুক্তি পঁচিশ বছর হেরা গোহে ধ্যান স্বাধনে পাপিষ্ট উম্মতের নাজাত ওহি
কাঁদিছেন এখনো প্রিয় নবী বলে উম্মেতি-উম্মেতি!