সবুজ ছায়ায় ঘেরা আমার বাঙলার সরেজমিন আমি কাঁদি নিশিদিন,
প্রসন্ন সদানান্দ রাখতে তোমার মন সহস্র কষ্ট বুকে চেপে রেখে:


মন মরা ঐ হৃদয়কে আনন্দ মাতায় গেয়ে পথে পথে সবুজের গান-
বাউলিয়া মনে তোমার জন্মভুমি করেছি সুদৃঢ় হায় তার একি প্রতিদান!


বড় বিস্মিত আমি-বিপন্ন করেছ অস্তিত্ব আমার!
যদি ক্রমশ: চালাও এ জঙ্ঘ বিনাশ তোমারই হবে জেনে রেখে নিশ্চয়?