তুমি কবি কুলে মূল হে কাজী নজরুল
হে মহান পুরুষ মোর প্রানের নজরুল!
          
রাজবন্দি ভাষনে তোমার সবে খুন;
কবি গুরু রবী মুগ্ধতায় গেয়েছিল তোমার গুন।
  
কেঁদে কেঁদে কি হবেরে মন সৃজন হবে কি কোন কবির কাব্যে নজরুল প্রান?
গায়বে কি কাব্যিক ভাষায়,সাম্যের জয়-গান!


আমি কাটাই অধিন ওস্তাদ বিহিন-তাহার গুন হবে না নিদন এ সাহারা ভ্রম কিসের দ্বারায় দিই সে গুনের দাম?


সাধ্য কি আছে মোর তোমার উপমা দেবার!   অন্তরালে জানাই হাজারে হাজার সালাম
স্মৃতিতে তুমিই চির অম্লান-হে কাজী নজরুল ইসলাম;