আকাশ পানে চেয়ে কান্দে নয়ন অঝরে-ঝডে বারি প্রলয় আতংকে ছেডে বসতি ছুটছে নর-নারী!


কত কষ্টে আর যাতনায় সাগরের বুক আচডে পডে ডেউ
সাগর ব্যতীত সবে অবিঘ্য জানেনা আর কেউ-


প্রানে প্রানে বাঁচার আকুতি করজোডে করছে সবে মিনতি তবুও রক্ষা পেলনা জীবন,
গলেনি সাহেব-সাহেবার মন-


কোথাও একটু জায়গা হয়নি কি নিষ্ঠুর!প্রথমার্ধে স্বামী মরলো দ্বিতীয়ার্ধে স্ত্রী গেল,     তৃতীয়ত সন্তান কান ভেদিয়া বাজছে তবু—


লজ্জিত মহান বিশ্ব মোডলে বসে আছে আস্ত
এক বেইমান তুই নির্লজ্জ ভগবান কসম
খোদার তোর তরে নেই মোদের সম্মান তুই আস্ত এক শয়তান।        28/01/2017