টেকনাফ থেকে তেতুলিয়া শোষণে কোন কানাই
হে বীর দুয়ারে তোর দুশমন খাড়া
স্বর্গবাসে কে দেয় ক্ষণেক্ষণ আচমকা কালবৈশাখীর নাড়া!  
  
এভাবে হায় খুনসুটিতে তোর কাল কাটে যদি
স্রোতোধারা বয় খুন-নদী
দেশমাত্রিকার-শহীদদের মান রক্ষার্থে আজ কালের তাড়া!


আজি গুচিয়ে দাও দুখ মুছ মা'র আখি
বিদ্রোহী সুরে যায় ডাকি
নিশিজাগা ওই ফিনিক্স পঙ্খির মতো জুলুমকারী তন্দ্রাহারা!
  
সব যাতনা নীরব সয়ে
যুদ্ধে নামো নেশায় জয়ে
ফুটন্ত ফুল ছিঁড়ছে বেদম হারে স্বাধীনতার মানচিত্রে কে খাড়া!


কালের হায়দারী হাক গ্রাসে নাশি জালিয়াতির পেশি
মা'র সম্মানে হানে আঘাত জাগরে হে বীর প্রেম-স্বদেশি!

জাগবে সূর্য্য আঁধার ঠেলি
অসীম হিম্মত বুকে খেলি
খোদার উপাধিতে যাদের কিঞ্চিৎ দ্বিধার নাহি নাস্তিক তাড়া!