অসুখের কারবারি নিলে ছেড়ে অট্টালিকা
  এক যুগের নির্বোধ প্রেমিকা মোর!
অসম্ভব ত্রুটির জীবন আয়ু -
  দুঃখের এক জীবন তোমার।
    জড়িয়েছো মোরে তাই!
চাইলেই অগাধ দূরত্বে ঠাঁই নিয়ে-
সুষ্ঠ স্বাভাবিক সংসার বাঁধতে!
বুঝেও প্রচন্ড অপদস্ত হলে,
    আপনাই দুঃখ নিলে!
তোমার অভাগা প্রেমিক এই-
  প্রচন্ড বিফলতায় ভুগছে।
আয়ুষ্কাল কমছে,ধুঁকে ধুঁকে মরছে!
  লেগে যাচ্ছে জড়তা-সংকোচ,
রূহের কম্পনে আকস্মিক বিপর্যয়!
অমানুষিক কায়ক্লেশের মধ্যে ও
   দুঃখের পথেই এগুচ্ছে।
  আঁধার পরিণামে স্থায়ীত্বে।
কী হবে অসহায়ত্ব,দুর্দিন সারথির
দুঃখী স্বার্থপর প্রেমিকের অপেক্ষায়?
     প্রেয়সী প্রাক্তন হও!
ফিরে উচ্ছ্বসিত জীবন নাও,
   কে ক'দিন থাকব আর?