মেঘ ডাকা ভাল লাগে
ভাল লাগে বৃষ্টি
কাব্য রচনায় সাধ জাগে
দেখে নতুন সৃষ্টি।
দমকা হাওয়া বয়ে চলিছে
ধুলো মাখা রাস্তা-ঘাট,
সুদূরে দাড়িয়ে মেঘ ডাকিছে
বৃষ্টির প্রতীক্ষায় গঞ্জ-মাঠ।
নামবে বুঝি অঝর ধারে
হয়ত খেলবে জল নহরে,
দুলছে পারুল ফুলের বহর
শান্ত হবে ক্লান্ত শহর।
রুক্ষো নগরী চাইছে বারী
তারই নির্বাক আহাজারি,
প্রানবন্ত অনন্ত সবুজে
সাজবে বোলে অপূর্ব সাজে।
টুপ টাপ শব্দের ছলে
কথা বলে টিনের চালে
জানাতে তার আগমন,
বিন্দু ফোটা-ফোটা জলে
ভারী বর্ষণ নৃত্য তোলে
ত্যাগ কোরে উর্ধ্ব গগন।
বৃষ্টি দেখে সবার মুখে
হাসি'র ঝলক ফিরে এলো
প্রকৃতি দেখে সবাইকে রেখে
বৃষ্টিতে প্রেম ফিরে গেলো।