বৃষ্টি ভেজা ভালোবাসায়
সিক্ত হয়ে আছি।
বৃষ্টি মাখা এ ভালোবাসা
তোমায় দিয়ে দিচ্ছি।

স্বপ্ন নিয়ে বুকে আমি
একা বসে আছি।
বৃষ্টি আমার কানে কানে
বলছে ভালোবাসি।

বৃষ্টির জলে অশ্রু লুকিয়ে
আছি আমি বসে।
বৃষ্টি মাখা এ লগ্নে মন
তোমায় খুজে ফিরে।

এই বৃষ্টিতে স্নান করে
দুঃখ ভুলি আমি।
পুরানো দিনের স্মৃতিগুলি আজ
মনে পড়ছে খুবই।

তোমায় আমি কাছে পেতে
ব্যকুল হয়ে আছি।
মন আজ বলছে শুধুই
তোমায় ভালবাসি।

আজকে আমি গাইতে চাই
বাদল দিনের গান।
হূদয়ে আজ বইছে আমার
ভালোবাসার বান।।