একটা চিঠি লিখবে ডাকযোগে?
হলুদ খাম ভর্তি কিছু স্মৃতি সহ।
অপেক্ষার প্রহর ঘুনবো ক্যালেন্ডারে।
আঙুলের রেখাতে ছেপে যাবে সময়।
তারপর, হঠাৎ দড়জায় কড়া নড়বে
“ঠক ঠক ঠক
কে?
চিঠি আছে চিঠি”
চোখ মুখ মিলে যাবে গায়ের লাল টি-শার্ট এ।
খাকি গায়ে বয়বৃদ্ধ বলবে হেসে
নাও তোমার ভালোবাসা।
হলুদ খামে লিখা থাকবে
‘প্রিয় বোকাটা
জিপিও বক্স ১০১’
একটা চিঠি লিখবে প্লিজ। ডাকযোগে?