ইশারায় তাঁর ধরা বুনে
দিনের সুরুয রাইতের চাঁনে
পক্ষিকূল আর জীব-অজীবে
সুর তুলে যায় সঁপে ও রবে।


মনুষ্যরা খরার কালে
হয় প্রলাপে ন' বেখেয়ালে
ডাকে বারেবারে তার দরবারে
অসুখ-বিসুখ দিও না মোরে
মাফ করে দাও মোরে প্রভু
ভুল হবেনা সামনে কভু
যবে সারে তার বিমার ভীষণ
নারী টাকার বেশ প্রয়োজন
ঘুষকে পারিশ্রমিক মেনে
হালাল বানায় হারাম জেনে


রোজ হাশরের বিচার মাঠে
পাপেরে নেবে পাপীরা পিঠে
পাপ-পূণ্যের কঠিন সমরে
তিল সম পাপ রবেনা বাইরে
হে খোদা দয়াময়;
পূণ্যের যখন এতই জয়
পাপের যেন মৃত্যু হয়।