পার্থিব নিয়মটা-
পরিবর্তনের ইচ্ছেটা নেই মোটেও।
"প্রণয়টা পার্থিব।" এটাই বিশ্বাস!
প্রাণ-কুল যখন স্পষ্ট!
আমরা মানব তখন চোখ খুলে অন্ধ।
আমাদের অন্ধত্বের নাটকটা সাজিয়েছে-
সাজিয়েছে নাকি ঈশ্বর মহাসয়!
কি ভয়াবহ বিষয়াসায়; মিত্থে!
হুম, মিত্থে বৈ আর-আর আর কিছু নয়;
ও হে- ধর্ম-ঠিকাদার রুকো, মাভৈঃ!


প্রণয়!
এ পার্থিব প্রণয়টা-
নবজাতকের কান্নায় ফুটে ওঠা হাঁসি!
তেমনিতম পবিত্র!
আমাদের দেখবার চোখটা- আর নিয়তটাই
সেরেফ্, একমাত্র  অপবিত্র!


এপাশ ওপাশ সবটা যখন সরল
ক্রমেই স্বার্থ ধর্মান্ধের রঙিন চশমায় উঁকি দেয়
ঘোলাটে ঘোলাটে বাণী অর্চনায়।
পার্থিবের সনদ দেখিয়ে, বুঝিয়ে, ইতিহাস টেনে
লাইলি মুজনুর কেচ্ছা গেয়ে- কত কি!
তবুও ঐ "কাজীর কাজী, তাল গাছ আমার!"
বিস্ময়! এ পার্থিব প্রণয়।


এইতো অল্প বাদে বোধোদয় আর বিজয়!


১৭/০৩/২০২০
০৬:০৫পিম