আষাঢ়ের রাতভোর আমি বৃষ্টির চোখে চোখ আঁকি  
ভিজে যাওয়া পাখিদের ডানার গন্ধে কালের বিচ্ছুরণ  
কতকাল ধরে ভেজা রাতের ক্লান্তি ধুয়ে রাখি  
কত জনমের বরষার ঠোঁট ছুঁয়ে আলাপ আলিঙ্গন !!!!!!  
অসম্পূর্ণ শব্দের ভিড়ে গাড় হয় মেঘলা শরীর
মনকে বোঝাই, বৃষ্টির জলে ধুয়ে ফেলি মুখরিত আন্দোলন
মনের দরজা ভেঙ্গে তছনছ করে দেওয়া মেঘলা শরীর
আনাচে কানাচে ছিটকে পড়ে থাকে উল্কার গন্ধ  
বৃষ্টির উল্লাসে ভেসে যায় শুন্যতার অলীক হৃদয় !!!!!!!!!