সভাগৃহে টাকার ঘরে দরজা আটকেছে,
ভেতরে ইঁদুর টাকার পাহাড়ে দিব্যি আছে।
অনেক হৈচৈ তাই এদিক ওদিক ছুটছে,
কোনমতে সামলাতে কেবল টাকা উড়ছে ।


আরেক সভা! টাকায় আগুন জ্বেলে  বাঁচালো,
সাদা কালো টাকা মনেমনে ধোঁয়াই ছড়ালো,
মাকড়শা দৌড়ে বাঁচে আট হাত তুলে নাচে,
বেঢপ ছাপ্পা পেয়ে কিছু আগুন থেকে  বাঁচে।


আমরা যাঁরা সাতে পাঁচে নেই- তারাও ব্যস্ত,
দড়ি টানাটানি খেলা চলছে এখন মস্ত !
কখনো এদিকে কখনো ওদিকে, চুপচাপ।
মাকড়শা ইঁদুর গোনে কে পাচ্ছে কত ছাপ!