একদিন সন্ধ্যেবেলা তুমি এসেছিলে,
ভিজেমন তরতাজা করবার ছলে।
ফল্গুধারা আজো বয় মনের গভীরে,
কিছু তার যায় বোঝা কিছু ভাসে তোড়ে।
সেতারেতে বাঁধা তার সমসুর তোলে,
ঘোর অমা গ্রাসে নভ বিহান দখলে।
অন্তিমে ভোরের রবি কিরণ ছড়ায়,
দুটি হিয়া এক হয়ে মিশে যেতে চায়।


তবুও সময় বলে চলে যেতে হবে,
সুখ কি এসে শুধুই দুঃখ দিয়ে যাবে?
ফেরার কথাটা যদি আগে মনে হতো,
কেউ কি প্রেমের ক্ষণে সত্তারে হারাতো?
আকর্ষণে শুরু যার নেই তার শেষ,
আজ এ মন ভরায় ক্ষনিকের রেশ।