নিজের মনে আনমনে নিজে হাজির হলে।
ডেকেছি যখন আসোনি- তাই আকুল মন,
অক্ষর বাঁধ মানে না আঁকিবুকি আকর্ষণ,
ঘোরকালো আকাশের রঙে এসে ধরা দিলে!


তোমার নাচন- বিজুরি চমকে এ মন মাতালো,
নাচের সাথে তাল মিলিয়ে দাদুরের কণ্ঠ,
তীব্র দহনে দীর্ঘ হতাশ প্রাণ শিহরিত হলো।
মেটে মনকে ধারা সিক্ত করল সাঁঝবেলা।


একটি ভিজে গন্ধ এখন আকাশ বাতাসে,
আমি তোমার জন্যে আকুল, তবু কেন লাজ?
মেঘের গর্জনে আমি কেন লুকিয়ে হারাই?
একবার শান্তি ধারা দিয়েই ভিজিয়ে দাও!


ক্ষণিক লজ্জ্বা ক্ষণিক স্নিগ্ধ হিয়া আমি চাই।
এক সময় আঁকবে তুমি সবুজ প্রান্তর,
জানবো সে তোমার দান, তোমার স্বীয় প্রাণ।
লজ্জ্বাবতীর তরতরিয়ে নব জাগরণ।