সাগরের নীলে বালিতে বসে সূর্যোদয়!
আঁধার কাটিয়ে ঝলক রবির আলো,
ভাঙা ঢেউ ভাঙতে ভাঙতে এগিয়ে এলো,
নবজীবনের প্রতিশ্রুতি দিয়ে বল্লে আমায়-
এর থেকেও বেশী ভাঙচুর চলে,
কবিতার দেখা না পেলে,
ভেবেছ কি কখনও?


হিমশৈল নামছিলো টুকরো পাথর নিয়ে,
এ রকম নুড়ির শব্দে মন নেচে ওঠে,
যত্নে সাজিয়ে রাখি তা রবির কিরণে!
অথচ পাহাড় আমায় ডেকে বলে-
ভেবেছো কখনো!
কত নুড়ির শব্দ জুড়ে একটি কবিতা হয়?
তাও, আবার যদি ইচ্ছে কর তবে।
তাই তোমার বুকজুড়ে ঝরতে মন চায় না।


শেষে ফিরে এলাম চার দেয়ালের ছাদে,
চারিপাশে নিকষ কালো অন্ধকার,
তারা এসে প্রতিবাদ করে ঠাঁই দেবে না-
কবির কল্পনা কিভাবে আমায় নগ্ন করে,
ভেবে কি দেখেছ কখনো?
না, দুঃখিত তুমি কক্ষনোই আপন হবে না।


ওরা সবাই আমকে ফিরিয়ে দিলে,
কবিতা তুমিও কি আমায়...।