শেষ ইন্ধন

লজ্জা তোমার,
নিজের হাতে যেদিন সঁপেছিলে,
আমার এ বজ্রমুষ্টি মাঝে।
তোমার মনের গোপণে -
শুধু নিজেকে প্রতিষ্ঠা করবার জন্যে।
সুখানুভূতি ছিলো আনন্দ বিভোর।
তোমার আরও কাছে এলাম,
অনেক...অনেক...নিবিড় হলাম,
চেতনা হারালো আমার মানব বন্ধনে।

ঈশ্বর সাক্ষী করে,
আদিম পুরুষ আদম এসেছিল -
ইভের সন্ধানে ,আমার ব্যাকুল মনে।
প্রার্থনা করেছি তাঁর দরবারে,
দয়াময় দয়া করো,একবার দয়া করো -
আমার এ মনের মনিগুহা হতে -
আর কখনো,কখনোই যেতে দিও না ওকে।

কিন্তু এ কী হলো ...?

রাতের উল্লাসে মত্ত সাগর বেলায় -
করুণ কণ্ঠ ভেসে ভেসে হারিয়ে গেল।
তোমার আর্তনাদ কালের গর্জনে স্তিমিত,
লোলুপ হিংস্র জান্তব পীড়ন থেকে -
নিজের সম্ভ্রমের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে,
নিজেই হারিয়ে গেলে কালের সাগরে।

ঢেউ কিন্তু তখনো চলছিল ,
শুধু তুমি নেই।

আমি মাত্র বিশ মিনিটের দূরে।

মন দিয়ে গাইছিলে তাই -
ঘুরতে ঘুরতে এসেছিলাম শাঁখের সন্ধানে,
লক্ষীদেবীর আসনে রাখবো বলে।
              
স্বর্গদ্বারে।

তোমার থেকে মাত্র...বিশ...মিনিট...
তবুও ...

ঢেউ কিন্তু তখনো চলছিল,
তার তরঙ্গের নিয়মিত ধারা বজায় রেখে।

আমিই শুধু নিস্তরঙ্গ মাঝে।

আজ যে...তুমি....হারিয়ে গেলে ...
মহাসিন্ধু পানে..কোথায় ...কোনখানে...

আমি ভীষণ একা।