অনেক স্বপ্ন আজ একসাথে ঘুরে বেড়াচ্ছে,
রঙিন প্রজাপতির মতো উড়েই চলেছে,
অথচ কেউ আপনার মতো ধরা দিচ্ছে না!
আশ্চর্য! স্বপ্ন কি কখনো কাউকে ধরা দেয়?
তবে কি কোন পাগলা গারদ প্রস্তুতি নিচ্ছে?


আমার নিজের মত এক বিছানা রয়েছে,
শোবার জন্যে ডাকার মত কেউ কিন্তু নেই,
শব্দের বাগানে ঘুরে ঘুরে ক্লান্ত হয় মন।
একসময় কখন যে ঘুম আসে, জানি না!
বিনে ওষুধে অবসন্ন মন ঘুমিয়ে পড়ে।


বসন্ত দূত হাজির, সব ঘুম কেড়ে নিলে;
শুতে বলার মত মন পেলাম, ঘুম কই?
বেশ ছিলাম এতদিন, এ কেমন শৃঙ্খল!
সব ঘুম তার অঞ্জলিতে, জেগে স্বপ্ন দেখা;
প্রজাপতি হাতের কাছে, ধরার চেষ্টা নেই।


তার বিচরণে রক্ত বয় শিরায় শিরায়,
যদি বা এক টুকরো স্বপ্ন এসে ডেকে যায় ;
আবার চিন্তায় ভাসি, সে যে আমার সম্মান।
আকাশের সব তারা আজ চোখের তারায়,
মেঘেদের উড়ে চলা বাদল বা জোছনায়।