তবু আমি নত হতে চাই।
একবার ভারতভূমি ভাব,
ভেবে দেখো শৃঙ্গ আলয়...
নৈসর্গিক চিত্রে বিচ্ছুরিত,
তার গা বেয়ে পৌরুষত্ব
সবুজাভ অভিযানে ভরা।


দুহাতে বারবার ছুঁতে গিয়ে
বিফল হয়েছি,অধরা বলে!
কৌমার্য নিয়ে সংশয় কেন?
কখনো কি চেয়ে দেখেছো
পুরো জলধারা নিয়ে তার,
ওই সাগরিকা পদাভিযান?


এবার যদি ঘুমিয়েও পরো
আমি নত হয়ে ধরব চরণ।