দুটি কলাপাতা একসাথে দুলতে দুলতে,
কখন যে মেলে ধরলো নিজেদের,
বুঝতে পারলাম না!
নীরব দর্শক হয়ে শুধু দেখলাম।


বাইরে তখন দুরন্ত হাওয়ার নেশা,
পাখির কিচিরমিচির,
কোকিলটা কুহু ডেকে মাতাল করছে মন,
তেমনি সময় দেখলাম,
কলাবউ পাতা মেলে দেখছে আমায়,
লজ্জা পেয়েছে মনে হয়!


আবার সোমসূর্য উঠবে আকাশে,
খুব দূরে নেই সে সময়,
অপেক্ষা কর বন্ধু ; অপেক্ষা তো কর,
আমিও তো রইবো দুদিন তোমার প্রতীক্ষায়,
তারপর আগত দিনকে স্বাগত জানাবো,
আবার চলবো পথ - হাতে হাত ধরে।


কলাবউ এখনও দুলছে ...দুলেই চলছে ...।


( দুদিন ব্যস্ত থাকবো, আজও যেমন আছি।
কিন্তু কলাপাতা পাতা খুলে দিল)