*কৌতুক


আধপোড়া সিগারেটের মতই আজ
জলন্ত একবুক আগুন পুষে রেখে,
খুশিতে ভরতে হবে জীবনের মন।
ভণ্ডামি আমায় কুরে কুরে খাচ্ছে ।


ওরা নামজাদা সব পাক্কা খেলোয়াড়।
ক্ষয়ক্ষতি হিসেব করেই হাসে ওরা।
টানাপোড়েন সামলে আমি- খুশি খুশি,
কিন্তু বলো, অকারণে কেন বা হাসবো?


মনোবল চুর্ণ!  সেই মিশ্রণের মত
আমলকী, হরতুকী আর বয়রার।
নিঃশেষিত শক্তি, পেটের তাগিদে তবু
বল যোগানে ব্যস্ত শীর্ণ ফেরিওয়ালা!


আমার যাকিছু ছিলো লুটেপুটে নিয়ে,
এখন আমার খুলিতে বলের লাথি!
নৃত্য পরিবেশে টাকা ওড়ে ঢুলু চোখে,
আমি মালিকের আজ বন্ধকী সম্পত্তি।


যে যার মতোই সেজেগুজে বসে আছে,
আমার অভিনয়ে মশ্করা খুঁজে পেতে।
আর আমি! তালি দেওয়া জীবন ভারে
চেষ্টা করি প্রকাশ না করতে নিজেকে।