কবি ভালবেসেছিল - তুমি ফিরেও দেখ নি,
কবি একান্তে চেয়েছিল - তুমি ধরা দাও নি,
আদৌ তুমি তো তাকে যোগ্য - কখনোই ভাব নি ,
কবির চোখের ধারা - তুমি কখনো মোছ নি।


কবি কত যত্নে রেখেছিল - তাও ভুলে গেছ,
তোমায় ঘিরে কত না স্বপ্ন! তুমি কি দেখেছ?
জানি কবি প্রেমিক নয় -তা মেনেই নিয়েছি,
এক তরফা প্রেমে নিস্ফল - দূরেই থেকেছি।


আজ কবি চোখে নেশাঘুম -চায় সে বিশ্রাম,
তোমার চিন্তা  দিয়ে গড়েছেন - অনন্ত ধাম,
কবি শব্দ নিয়ে পাশা খেলে - নেই জাগরণ,
ঘুম পাড়াও - সামনেই পারিজাত কানন।