এক) জীবন জোয়ার

চন্দ্রকলাতে
হ্রাস-বৃদ্ধি জীবনেও
জোয়ার বা ভাটা,
উন্মুক্ত ঢেউ গুনে তাই
সমুদ্র কূলে ছোটা।

দুই) চরণচিহ্ন

দেবদারু বুকে
তুষার ঝঞ্ঝা চমক দেয়,
ধ্বস নামে আকছার।
তবুও মহান রোখে
শিকড় রাখে অধিকার।

                 (৫/৭/৫/৭/৭ মাত্রা)