শুধু একবার মিনতি করছি তোমায়
ঘুমিয়ে পড়ো না,
বাতাস এখন বালুচর পেরিয়ে-
সাগরের দিকে বয়ে চলেছে,
আমার রুগ্ন মাথা ব্যস্ত এখনো
পৃথিবীর সাথে তাল মেলাতে।


পাথরের হাতছানি দেখছি অবিরাম
লাল শালুকের বুকে,
বইগুলো ক্লান্তমনে বিশ্রাম নিচ্ছে
মনমতো যত্ন পাচ্ছে বলে,
আমি যে ভবঘূরে মন নিয়ে ব্যস্ত
কেবলই সাজিয়ে যাচ্ছি খেলাঘর।


এখনই তো সময় আবার ভাবার।
তোমার কবরী হতে ফুল খসে গেছে,
কাঁকন তুমি খুলে রেখেছো
নিঃস্তব্ধতা ভালো লাগছে বলে,
চারপাশে দেখছো আমার এ ঘেরা মন।
দোহাই তোমার এখুনি ঘুমিয়ে পড়ো না।