তখনও কি আকাশে চাঁদ উঠেছিল!
তবুও তুমি কেন দেখলে না পূর্ণিমা?
কেন এসে লুটে নিলে সমস্ত লজ্জাকে!
দুরত্ব রেখে চলার কথা কত ভাবি,
ভাবি ধরা দেব না কোনমতেই আর,
পারি কই!  তোমার বাঁধনে বাঁধা পড়ি।


বলতে পার কেন দেখনি শুকতারা!
নীলপরী আসলে কীইবা ক্ষতি ছিলো?
হলো কই! আবার দুজনে কাছে আসা।
খুলে দিলে কবরী বন্ধন - এই মন।
নিমেষে নিমেষ হারা ভুলে যাই সব,
ক্ষমতা থাকে না বাঁধা দেবার মতন।


ঈশ্বর জানে কাউকে ঠকাতে পারি না।
তুমিও কি তা ঠিক জানতে পেরেছিলে,
কিন্তু সেতো বন্দী ছিলো মনের গোপণে,
তুমি জানলে কি করে? তাই ঘটে গেল।
এখন ভাসছি আমি জোয়ারের জলে,
দাঁড় বেয়ে এসে অহংকার মুছে দিলে।


কেমনে সঁপে দিলেম নিজে সংগোপনে,
যা সামলে রেখেছিলাম ভরা যৌবনে!


জানি নে..আমি জানি নে..কিচ্ছুই জানি নে..