তোমার কথা শুনবো বলে,
ভাসাই ভেলা নদীর কূলে,
একটি কথা শুনবো বলে।


কোন সে কথা, মন কি দোলে?
আমার কথা!  সাগর জলে,
একটি কথা শুনবো বলে।


রেখেছি জলে অনেক ছলে,
নিজেও ডুবি হিয়ার কোলে,
একটি কথা শুনবো বলে।  


"তুমিও বল"- যখন বলে!
ঝাঁপসা চোখ নয়ন জলে,
একটি কথা বলবো বলে।


নীরব মনে অতল তলে,
যে করে হোক ভাসবো দুলে,
তোমার কথা বলবো বলে।


একটি কথা বলবে বলে,
আজকে অথৈ সাগর জলে,
একটি কথা বলবো বলে।


স্বপন ঘোরে মন যে দোলে,
একটি কথা বলবো বলে,
একটি কথা শুনবো বলে।


বলবো বলে, শুনবো বলে;
শুনবো বলে, বলবো বলে;
পৃথিবী আজ অগাধ জলে।