তুমি অভিযোগ করেছ -
যাদের তুমি বিশ্বাস করেছিলে,
সবাই তোমার মাথায় কাঁঠাল ভেঙেছে।
কই! একবার কি ভেবে দেখেছো -
আদৌ তুমি বিশ্বাসযোগ্য ছিলে কিনা,
কিংবা -
কেন ওরা বিশ্বাস করেনি তোমায়?


মানুষের মরণ তো একবারই হয়,
আচ্ছা! মনের মৃত্যুও কি মরণ নয়?
প্রতিনিয়ত হারাচ্ছে প্রেম,
হারাচ্ছে নবীনের স্বপ্ন,
হারাচ্ছে সবুজ,
কজনে মনে রাখে?
কেনই বা রাখবে?


দুর্বিনীত ইতিহাসে পোকা ঘুরে বেড়ায়,
অজস্র মিথ্যে কাঁচে হীরের টুকরো দেশ!
ভাঙচুর মানুষের চিন্তাধারার অবিরাম,
প্রলুব্ধ দৃষ্টিতে মাঠের প্রাসাদ!
ভাঙে বস্তি,
কংকাল জঞ্জালে,
ভাঙে ভাই ভাই।


এ এক চরম দুঃসময়ে,
গন্তব্য জানি না,
মুক্তি অজানা,
কাজের মানুষের নেই ন্যায্য মজুরি,
শকুনের নিশানা খুঁজে ঝাপটা,
নতুন কোন -
এক মহেঞ্জোদারোর প্রতীক্ষায়।


হায়রে অর্বাচীনের দল, যদি জানতে
প্রকৃতির কাছে তোমরা কত অসহায়!
আবার ফিরতো তবে স্বর্গসুখ,
ফিরতো শান্তিও।
তা তো হবার নয!
সোনা ভেবে জড়ো করছি বালুকনা,
বালির বাঁধ হয়ে, সে তো ভাঙবেই।


আর কতদিন এভাবে দেখে যাব?
তার থেকে ভালো,
কলম ছুটি নিক।
নিশ্চিন্তে ...বিশ্রাম ...।