***লেখা দুটি লিমেরিক ছন্দে হলেও এটা
লিমেরিকের  রঙ্গরস  যুক্ত  নয়। তাই  এটা
পুরো লিমেরিক বলা উচিত হবে না।

@@@@@@@@@@@@@@@@@

এক) তবে ঘোলই খাই

পোষপাবনে বন্ধ যাওয়া,
ওমিক্রনের গরম হাওয়া!
ঘরেই স্টিকার,
নানান খাবার,
বন্ধ মুখেও করছে ধাওয়া।

         ( ১৪ ই জানুয়ারি, মকরসংক্রান্তি।)

দুই) বুঝে পা ফেলো

অল্প দৌড়ে বাহবা গতি!
আনবে টেনে নিছকই ক্ষতি।
ভর বিকেলেতে,
দুপাও না যেতে,
দুর্ঘটনায় হারাবে স্থিতি।

(১৩ই জানুয়ারি শিলিগুড়ির ট্রেন দুর্ঘটনা)