কুহুরে ওরে             ভর দুপুরে,
এমনি সুরে            ডাকিস কেন,
ডাক শুনে যে          হৃদয়ে বাজে,
মন হারানো          ভাবনা কোনো।


আমি তো আছি       সে আজ দূরে,
মনেই ঘোরে           তবু কাছে না,
ও গান হলে              মন মনেরে,
কোথা হারায়           তা বোঝে না।


কি করে আমি         বোঝাই তাকে,
সে না শুনলে           আমার শোনা,
কাঁটার মাঝে            ফুলের থাকে,
লুকিয়ে থেকে          এ দিন গোনা।


কত কি বলা              কত না চলা,
সব নিস্ফল                শুধুই ফাঁকি,
আমি যে ওর                সকল বলা,
বিনি সুতোয়            যা বেঁধে রাখি।


কুহু রে আর ডাকিস না রে....


একা ও ডাক শুনি কি করে ...