এক) স্মৃতির গভীরে

পুরোনো যাবেই
কালচক্রের নিয়মেই
সেথায় ধ্রুবক নেই।

দুই) তবুও যেতে হয়

বিদায় বাসরে
বিরহ সুরই বাজে
মন কেমন করে।

তিন) বারোর কাঁটা

ভুলতে মনের ভার
উত্তেজনা চারিধার
তর সয় না আর!

চার) নতুন ভোরে

আলোর টানে আজ
কেটে যায় দেখি রাত
আবার সুপ্রভাত।

                    * ৫/৭/৫ মাত্রাতে গড়া